চাকরির বাজারে নিজেকে ফিট রাখতে এই ৬ টি গুনে নিজেকে দক্ষ করে তুলুনচাকরির বাজারে নিজেকে ফিট রাখতে এই ৬ টি গুনে নিজেকে দক্ষ করে তুলুন

বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার ছবিটা দিন দিন প্রকট আকার ধারণ করছে। আমরা খবরের দেখতে পাই নিত্যনতুন কর্মী ছাঁটাই, সংস্থা বন্ধ হয়ে যাওয়া এসব খবর লেগেই আছে। এরকম পরিস্থিতিতে নিজের চাকরিটা কিভাবে টিকিয়ে রাখা এমন টেনশন ভোগ করার সংখ্যা অনেক।তাই চাকরির বাজারে নিজেকে ফিট রাখতে এই ৬ টি গুনে নিজেকে দক্ষ করে তুলুন।  বিশ্বজুড়ে করোনা মহামারী এতটা প্রকট আকার হবে এটা আমরা কেউই নিশ্চিত ছিলাম না। তবে একটা বিষয় ভালো বোঝা যাচ্ছে করণা আসার আগে যে পৃথিবীটা ছিল করোনা পরবর্তী পৃথিবীটা তার চেয়ে অনেক বেশি আলাদা। আমাদের কর্মক্ষেত্র এখন পাল্টে গেছে, কাজের ধরন পাল্টে গেছে, তাই নতুন কর্মসংস্কৃতিতে  টিকে থাকতে হলে কিছু অভ্যাস বদলে ফেলতে হবে। বাড়াতে হবে নিজের নতুন কর্ম দক্ষতা এবং স্মার্ট কাজের স্টাইল। কিভাবে দক্ষতা বাড়াবেন, আমরা নিচে ৬ ছটি টিপস দিচ্ছি। এই ৬টি গুন যার মধ্যে থাকবে, বর্তমান অর্থনীতিতে চাকরির বাজারে তিনি হবেন সেরা।

১। প্রযুক্তি-দক্ষতা অর্জন 

বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও এখন অনেক কিছু অটোমেটিক হয়ে গিয়েছে। বিজ্ঞানের  বদৌলতে দিন দিন নতুন নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে বিভিন্ন কোম্পানিতে। এ সকল নতুন প্রযুক্তি যদি শিখে নেওয়া যায়, চাকরির বাজারে আপনি পুরোপুরি ফিট। কাজেই সময়ের সাথে প্রযুক্তির দক্ষতা অর্জন করে, প্রযুক্তির সাথে বন্ধুত্ব গড়ে তোলা এখন উপযুক্ত সময়।

২। নতুন কাজের দক্ষতা অর্জন

একটু সহজভাবে চিন্তা করুন। ধরুন, আপনি একটি কাজ খুব ভালোভাবে আয়ত্ত করেছেন, কিন্তু আপনার একটি কাজের জন্যই আপনার চাকরির টিকে থাকবে এমন কোনো সম্ভাবনা নেই। যদি আপনি একটি কাজের পাশাপাশি আরও তিন রকমের কাজ ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে কি হবে? সে ক্ষেত্রে আপনাকে দিয়েই  ৩ জন কর্মীর কাজ তুলে নেওয়া সম্ভব! স্বাভাবিকভাবে ওই কোম্পানির চোখে আপনার গুরুত্ব অনেকাংশে বেড়ে যাবে। সাধারণ একটি কাজের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখবেন না। নতুন নতুন কাজের দক্ষতা অর্জনের দিকে মনোযোগী হন। বর্তমান সময়ে অনলাইনে অনেক কোর্স আছে, যেসব কোর্সে ভর্তি হয়ে আপনার দক্ষতা বৃদ্ধি করতে পারেন।

অনলাইনে ইনকাম করার সহজ ট্রিকস।

ফ্রিল্যান্সিং বা অনলাইনে ইনকাম।বর্তমানে এই বিষয়টির সাথে জড়িত না থাকলেও এটি সম্পর্কে অনেকেই শুনেছেন। অনলাইন থেকে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিভাবে আয় করা যায় সেটি জানার আগ্রহ এবং কৌতুহল  আছে অনেকেরই। আজকের এই লেখাটিতে কিভাবে একটি মোবাইল এবং কম্পিউটার দিয়ে ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে খুব সহজে অনলাইনে ইনকাম করতে পারবেন এমন কিছু টিপস দেব। আশাকরি লেখাটি পড়ে আপনি অনেক উপকৃত হবেন।

৩। সৃজনশীলতা

বর্তমান বিশ্ব যতই প্রযুক্তি নির্ভর হয়ে উঠুক না কেন, মনে রাখতে হবে যন্ত্র কখনো মানুষকে ছাপিয়ে যেতে পারবে না। তাই, সৃজনশীলতা, অভিনব চিন্তাভাবনা কখনোই পূরণ হতে পারবে না। নতুন নতুন ভাবে কাজ করা, নতুন আইডিয়া খোঁজা এসবই চিরন্তন। আপনার ভিতরে যদি সৃজনশীলতা থেকে থাকে তাহলে আজকে থেকে সে গুন টাকে শান দিতে শুরু করুন।

৪। বিশ্লেষণ দূরদর্শিতা

সৃজনশীলতা এই গানটির পাশাপাশি বিশ্লেষণী ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্তমান কর্মক্ষেত্রে। বিশ্ব মহামারীর পর এখন কর্মক্ষেত্রের অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়ছে।  তাই, কোন রকম ধারণা বা পদ্ধতি কতটা উপযুক্ত হবে তা বিশ্লেষণ অবশ্যই করতে হবে।  আপনার কাছে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ, নিরপেক্ষভাবে চিন্তা, যুক্তিসঙ্গতভাবে ভাবার ক্ষমতা, বর্তমান কর্মক্ষেত্র অতীব জরুরী।

৫। একক নেতৃত্ব দানের ক্ষমতা

অনেক কর্মীকে একত্রে আপনি একটা লক্ষ্যে এগিয়ে যেতে অনুপ্রাণিত করতে পারেন? মানবিকভাবে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি আপনার রয়েছে? আপনার সহকর্মীদের মধ্যে থেকে সেরাটা বের করে আনার ক্ষমতা আপনি রাখেন? আপনার তাহলে নিশ্চিত ভাবে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা রয়েছে। বর্তমান প্রতিযোগিতামূলক কর্ম জগতে এই গুঁটি  অত্যন্ত গুরুত্বপূর্ণ।

CHAT GPT চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি থেকে কিভাবে ইনকাম করা যায়?

বর্তমানে সারা দুনিয়ার প্রযুক্তি খাতে হইচই ফেলে দিয়েছে যে সফটওয়্যার তার নাম Chat GPT চ্যাট জিপিটি। আমরা বিভিন্ন ওয়েবসাইটের লাইভ চ্যাটে রোবট বোটের মাধ্যমে কথা বললেও Chat GPT চ্যাট জিপিটি সম্পূর্ণ ভিন্ন এবং অনন্য একটি প্রযুক্তি। Chat GPT চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে আয় করা যায় সে বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন।

৬। ধৈর্য ধরে মানিয়ে নেওয়ার ক্ষমতা।

বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান হোম অফিসের একটি সংস্কৃতি চালু হয়ে গেছে।  এছাড়াও কাজের সময় এবং কর্মপদ্ধতির অনেক পরিবর্তন ঘটেছে।  এমনও হতে পারে, কিছুদিন পর, কিছু কিছু কাজের জন্য কোন কর্মীরা দরকার হবে না। সে সকল জায়গায় নতুন ধরনের কাজ নতুন ধরনের কর্মী প্রয়োজন হবে।  এসকল পরিবর্তন মেনে নেওয়া ও তার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা, মানসিকতা আপনার থাকতেই হবে। যদি মানিয়ে নেওয়ার ক্ষমতা আপনার থাকে, তাহলে বর্তমান চাকরির বাজারে আপনি  টিকে থাকতে পারবেন সঠিকভাবে।

এই ৬ টি গুণ কে আপনার ভিতরে ঘসে মেজে তৈরি করুন, চর্চা করুন, নতুন নতুন দক্ষতায় দক্ষ হয়ে উঠুন।  সাফল্য সারাজীবন আপনার সঙ্গে থাকবে। চাকরির বাজারে নিজেকে সেরা করে তুলুন ৬ টি গুনের মাধ্যমে।

তথ্যসূত্র

বাংলা ট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *