সুন্দরবন কুরিয়ার সার্ভিস এখন আরও আধুনিক সুন্দরবন কুরিয়ার সার্ভিস ট্রাকিং এর মাধ্যমে পার্সেলের অবস্থান খুব সহজেই সনাক্ত করা যায়।দ্রুত পার্সেল সরবরাহের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস (Sundarbans Courier Service) একটি প্রয়োজনীয় সেবা। বর্তমান আমরা দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস অনলাইনে খুব সহজে অর্ডার করতে পারি। তবে ডেলিভারি প্রক্রিয়াটি প্রয়োজন অনুযায়ী না হলে এই অনলাইন শপিং প্রক্রিয়াটি একটি ঝামেলার হতে পারে। পার্সেল সরবরাহ না হওয়া, পার্সেল দেরিতে পৌঁছানো, পার্সেলের পণ্যটি ক্ষতিগ্রস্ত হওয়া এগুলো একটি স্বাভাবিক ঘটনা। সুন্দরবন কুরিয়ার সার্ভিস (Sundarbans Courier Service) গ্রাহকের পণ্যের গুরুত্ব বিবেচনা করে এ সকল সমস্যা সমাধান করে, আরো দ্রুত, আরো গতিশীল,আরো স্মার্ট প্রযুক্তিতে সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে।
সুন্দরবন কুরিয়ার সার্ভিস সম্পর্কে Sundarbans Courier Service
সুন্দরবন কুরিয়ার সার্ভিস (Sundarbans Courier Service) হল একটি বাংলাদেশী কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান। ১৯৮৩ সালে বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত ৪০ বছর আগে বৃহত্তর খুলনা জেলায় প্রতিষ্ঠা করেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিস (Sundarbans Courier Service) এটি দেশের প্রথম ও সর্ববৃহৎ কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান। বর্তমানে দেশব্যাপী সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর ছয় শতাধিক আউটলেট ও ৪৮৫ পরিবহনের মাধ্যমে অত্যন্ত আস্থা ও সুনামের সঙ্গে ঘরে ঘরে দ্রুত ও নিরবচ্ছিন্ন পার্সেল বা কুরিয়ার সেবা প্রদান করে আসছে। দেশের বাহিরে ১৬৫ টি রাষ্ট্র সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ডেলিভারির সুবিধা রয়েছে। সুন্দরবন কুরিয়ার সার্ভিস (Sundarbans Courier Service) বাংলাদেশের বিভিন্ন এলাকায় সক্ষম এবং প্রফেশনাল সেবা প্রদান করে। এই সার্ভিসটি উন্নয়নশীল বিশ্বের সাথে সমতুল্য এবং দ্রুততম সেবার মধ্যে অংশগ্রহণ করে।
সুন্দরবন কুরিয়ার সার্ভিস (Sundarbans Courier Service) একটি প্রফেশনাল কুরিয়ার কোম্পানি যা বাংলাদেশের বিভিন্ন এলাকায় সেবা প্রদান করে। এই সার্ভিসটি একটি সম্পূর্ণ ডিজিটাল সেবা যা ব্যবহারকারীদের প্যারালেল প্রক্রিয়ায় তাদের পার্সেল সরবরাহ করে। এটি আমার দেখা মতে বাংলাদেশের একটি উন্নয়নশীল সেবা যা নির্ভরযোগ্য ও বিশ্বস্ত কুরিয়ার সেবা প্রদান করে। সুন্দরবন কুরিয়ার সার্ভিস (Sundarbans Courier Service) সেবা সম্পূর্ণ অনলাইন ভিত্তিতে চলে থাকে। সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম নির্ভর সুন্দরবন কুরিয়ার সার্ভিস (Sundarbans Courier Service) আপনার পার্সোনালিটি সর্বরোগের হয়ে থাকে। সুন্দরবন কুরিয়ার সার্ভিস পার্সেল সরবরাহকারী সসমস্ত ডাটা তাদের অনলাইন ডাটাবেজে সংরক্ষিত রাখে, পার্সেল সরবরাহ সংক্রান্ত কোন ধরনের জটিলতা তৈরি হলে সেটি সমাধানের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস খুব ভাল পদক্ষেপ নিয়ে থাকে।
সুন্দরবন কুরিয়ার সার্ভিস ট্র্যাকিং Sundarbans Courier Service Tracking
সুন্দরবন কুরিয়ার সার্ভিস ট্রাকিং (Sundarbans Courier Service Tracking) পদ্ধতির মাধ্যমে আপনার পার্সেলটির বর্তমান অবস্থান সম্পর্কে আপনি জানতে পারবেন। আপনার পার্সেলটি গন্তব্যে পৌঁছতে কতক্ষণ সময় লাগতে পারে, বা পার্সেলটি গন্তব্যে পৌঁছে গিয়েছে কিনা, পার্সেলটি এই মুহূর্তে কোথায় আছে, সেটি আপনি অনলাইনে আপনার মোবাইল অথবা কম্পিউটারের খুব সহজে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ট্রাকিং পদ্ধতির মাধ্যমে জানাতে পারবেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিস ট্রাকিং (Sundarbans Courier Service Tracking) সিস্টেমের মাধ্যমে আপনার পার্সেলটি কিভাবে ট্রাকিং করবেন নিচে বিস্তারিত ছবি সহকারে আলোচনা করছি।
সুন্দরবন কুরিয়ার সার্ভিস পার্সেল ট্রাকিং (Sundarbans Courier Service Tracking) তিনটি পদ্ধতির মাধ্যমে করতে পারবেন। ১। CN সিএন নাম্বার এর মাধ্যমে ২। পার্সেলটি যে রিসিভ করবে তার ফোন নাম্বারের মাধ্যমে। ৩। পার্সেলটি যে পাঠিয়েছে তার ফোন নাম্বারের মাধ্যমে।
সুন্দরবন কুরিয়ার সার্ভিস ট্রাকিং এর জন্য সিএন নাম্বার CN কি?
সুন্দরবন কুরিয়ার সার্ভিস পার্সেল ট্রাকিং (Sundarbans Courier Service Tracking) এর জন্য সিএন নাম্বার হলো আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিস বুকিং অফিস থেকে আপনার পার্সেলটি বুক করার পর, সুন্দরবন কুরিয়ার সার্ভিস বুকিং অফিস থেকে আপনাকে যে ডিজিটাল রশিদ দেওয়া হয়েছে, সেটির উপরে বাম পাশে বারকোড সম্বলিত যে নাম্বারটি আছে এটি হলো CN সিএন নাম্বার বা কন্সাইনমেন্ট নাম্বার Consignment No।
সুন্দরবন কুরিয়ার সার্ভিস পার্সেল ট্রাকিং করার নিয়ম। Sundarban Courier Service Parcel Trucking
সুন্দরবন কুরিয়ার সার্ভিস পার্সেল ট্রাকিং এর জন্য শুরুতেই আপনাকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর এই https://tracking.sundarbancourierltd.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর নিচের ছবির মত এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এবার আপনি কোন পদ্ধতিতে আপনার পার্সেলটি ট্রাকিং করবেন সেটি নির্বাচন করতে হবে। বা পাশের CN Number সিএন নাম্বার লেখা বক্সের অ্যারো বাটন ক্লিক করলে নিচের ছবির মত সকল পদ্ধতিগুলি দেখা যাবে। এখান থেকে আপনি যে পদ্ধতিতে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর পার্সেল ট্রাকিং করতে চান সেটি নির্বাচন করুন।
আমরা যেহেতু Sender contact দিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস পার্সেল ট্রাকিং করব। অর্থাৎ- যে নাম্বার থেকে পার্সেল পাঠানো হয়েছে সেই নাম্বার দিয়ে আমরা এখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস পার্সেল ট্রাকিং করব। তাই Sender contact অপশনটি নির্বাচন করলাম। । Sender contact নির্বাচন করার পর সর্বশেষ ডানপাশে Sender contact নাম্বারটি লিখুন এবং সার্চ বাটনে ক্লিক করুন।
সার্চ বাটনে ক্লিক করার পর নিচের ছবির মত এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এখানে আপনার পার্সেল সম্পর্কিত বিস্তারিত তথ্য দেখাবে এবং আপনার পার্সেলটি বর্তমানে কোন লোকেশনে আছে সেই লোকেশন এর নাম দেখা যাবে। এভাবেই খুব সহজে সুন্দরবন কুরিয়ার সার্ভিস পার্সেল ট্রাকিং (Sundarbans Courier Service Tracking) করা যায়। আপনি যাকে পার্সেলটি পাঠিয়েছেন তাকে সিএন নাম্বার দিয়ে দিলে অথবা তার ফোন নাম্বার দিয়ে ন্দরবন কুরিয়ার সার্ভিস ট্রাকিং লিংক পাঠিয়ে দিলে সে খুব সহজেই তার পার্সোনালিটি অবস্থান সম্পর্কে জানতে পারবে।
দেশের মধ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস খরচ। Sundarban Courier Service Charge
পণ্য আদান-প্রদান করতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জ কত বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য আদান-প্রদান করতে খরচ কত বিষয়ে বিস্তারিত আলোচনা করছি।
◾ সুন্দরবন কুরিয়ার সার্ভিস হলুদ রঙের ছোট পলি প্যাকেট খরচ ১০০ টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিস মাঝারি সাদা পলি প্যাকেট খরচ ১৫০ টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিস বড় নীল রঙের পলি প্যাকেট খরচ ২০০ টাকা।
◾ প্রতি কেজি পার্সেল এর জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস খরচ ১০ টাকা।
◾ দেশের ভিতরে ১৬ ঘণ্টার মধ্যে পার্সেল পৌঁছানো হয়ে থাকে।
◾ সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে নগদ টাকা পাঠানোর ব্যবস্থা রয়েছে। নগদ টাকা পাঠানোর খরচ। মূল টাকার ৫% কমিশন প্রদান করতে হয়।
◾ সুন্দরবন কুরিয়ার সার্ভিস এ পণ্য প্যাকেজিং এর মাধ্যমে পণ্য পাঠানো হয়ে থাকে। এর জন্য ছোট কার্টুন ৩০ টাকা এবং বড় কার্টুন ৮০ টাকা হারে খরচ প্রদান করতে হয়।
ইতিমধ্যে বাংলাদেশের প্রায় সব জেলাতেই ই পাসপোর্ট (e-passport) এর সুবিধা দেওয়া হচ্ছে। এখন আপনি নিজেই ঘরে বসে আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে দালাল ছাড়া অনলাইনে ই পাসপোর্ট আবেদন করতে পারবেন।সম্পূর্ণ লেখাটি পড়লে আপনার পাসপোর্ট সংক্রান্ত যে তথ্যটি জানা প্রয়োজন সে তথ্যটি এখান থেকে জানতে পারবেন ইনশাল্লাহ।
সুন্দরবন কুরিয়ার সার্ভিস ই-কমার্স ডেলিভারি চার্জ।
সুন্দরবন কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারি চার্জ/সুন্দরবন কুরিয়ার সার্ভিস কন্ডিশনে পণ্য পাঠানোর খরচ Sundarban courier service condition delivery charge.। জেলা পর্যায়ে ১১০ টাকা, উপজেলা থানা পর্যায়ে ১৪০ টাকা ও ঢাকার মধ্যে ৭০ টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিস ই-কমার্স ডেলিভারি চার্জ এর তালিকা নিচে দেওয়া হল।
ওজন | পার্সেল মূল্য | সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জ |
৫০০ গ্রাম | ৫০০ টাকা | ১১৫ টাকা |
৫০০ গ্রাম | ১০০০ টাকা | ১২০ টাকা |
১ কেজি | ৫০০ টাকা | ১১৫ টাকা |
১ কেজি | ১০০০ টাকা | ১২০ টাকা |
২ কেজি | ১০০০ টাকা | ১২০ টাকা |
২ কেজি | ২০০০ টাকা | ১৩০ টাকা |
২ কেজি | ৪০০০ টাকা | ১৫০ টাকা |
দেশের বাহিরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর খরচ।
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বাইরে ১৫৫ টি দেশে পণ্য পৌঁছানোর সু-ব্যবস্থা রয়েছে। দেশের বাহিরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পণ্য পাঠাতে কেমন খরচ হবে। নিচে কয়েকটি দেশের তালিকা এবং খরচ দেওয়া হল।
◾ দেশের নাম – ভারত।
পণ্যর ধরন – যেকোনো পণ্য।
প্রতি ১ কেজি পণ্যর খরচ – ৫০০ টাকা।
পন্য পৌঁছানোর সময় ৪৮ ঘন্টা।
◾ দেশের নাম – পাকিস্তান
পণ্যর ধরন – যেকোনো পণ্য।
প্রতি ১ কেজি পন্যের খরচ – ১৮০০ টাকা।
পন্য পৌঁছানোর সময় – ৭২ ঘন্টা।
◾ দেশের নাম – সৌদি আরব
পণ্যর ধরন – যেকোনো পণ্য।
প্রতি ১ কেজি পন্যের খরচ – ২০০০ টাকা।
পন্য পৌঁছানোর সময় – ৭২ ঘন্টা।
◾ দেশের নাম – আমেরিকা
পণ্যর ধরন – যেকোনো পণ্য।
প্রতি ১ কেজি পন্যের খরচ – ২৮০০ টাকা।
পন্য পৌঁছানোর সময় – ৭২ ঘন্টা।
সুন্দরবন কুরিয়ার সার্ভিস ঢাকা বিভাগের শাখা সমূহের তালিকা।
Sundarban Courier Service Dhaka Division Branches List.
সুন্দরবন কুরিয়ার সার্ভিস ঢাকা বিভাগের সকল শাখা সমূহের তালিকা, ঠিকানা ও ফোন নাম্বার নিচে দেওয়া হল।
শাখার নাম | ঠিকানা | ফোন নাম্বার |
---|---|---|
তালতলা শাখা (ঢাকা মেট্রো) | JKM ট্রেডার্স শপ, #8 তাবাসসুম শপিং কমপ্লেক্স সেন্টার, 973 তালতলা আগারগাঁও, ঢাকা। | 01552367224, 01915687145 |
বনানী শাখা (ঢাকা মেট্রো) | এমএস মিলেনিয়াম সেন্টার। এমআর সেন্টার, নিচতলা, বাড়ি নং-৪৯, রোড নং-১৭, বনানী, ঢাকা | 9821917,8812598,01677175591,01742511808 |
বাংলা মোটর শাখা (ঢাকা মেট্রো) | অফিসের ঠিকানা: মিডিয়া পয়েন্ট 24,25,26 কাজী নজরুল এভিনিউ, প্রথম তলা (দোকান 47A) এপি রহমান প্লাজা। | 9660362,0171341943,01981111201 |
বাংলা বাজার শাখা (ঢাকা মেট্রো) | ৩৮৩, কম্পিউটার মার্কেট, বাংলাবাজার, ঢাকা | 01197340434 |
বসুন্ধরা শাখা (ঢাকা মেট্রো) | K-22, কালাচাঁদপুর, গুলশান, ঢাকা-1212। কে-৫ বসুন্ধরা গুলশান ঢাকা। | 8816660, 01819225657 |
ধানমন্ডি শাখা (ঢাকা মেট্রো) | 754, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা | 8127981,01715200199 |
চকবাজার শাখা (ঢাকা মেট্রো) | 1-নং , উর্দু রোড, চকবাজার, ঢাকা-1211। 40 দেবীদাশ-ঘাটরোড, চকবাজার, লালবাগ, ঢাকা। | 7316901,01714861095,01929366638 |
আশকোনা শাখা (ঢাকা মেট্রো) | 2324, মুক্তিজুদ্দা শপিং কমপ্লেক্স, স্মার্ট কমিউনিকেশন (1ম তলা), হাজী ক্যাম্প রোড, ঢাকা। | 01915667777 |
ফকিরাপুল শাখা (1) (ঢাকা মেট্রো) | দৈনিক বাংলা (১ম তলা), রহমান কমপ্লেক্স, ঢাকা-১০০০। | 7174622,01819223957,01720502491 |
---|---|---|
ফকিরাপুল শাখা (2) (ঢাকা মেট্রো) | SCS, 292-শতাব্দী টাওয়ার, G-3, ফকিরাপুল, ঢাকা | 01710682528, 01811742280 |
মণিপুরীপাড়া শাখা (ঢাকা মেট্রো) | লাল শপিং কমপ্লেক্স, দোকান নং-211, (1ম তলা), 73 এয়ারপোর্ট রোড, ঢাকা। | 9144817,01715253699,01720957782,01936003012 |
নর্থ সাউথ রোড শাখা (ঢাকা মেট্রো) | MAC টেলিকম, বায়তুস সমীর মার্কেট, নর্থ সাউথ রোড, ফুলবাড়িয়া, ঢাকা। | 01711676335, 01819117079 |
গাবতলী শাখা (ঢাকা মেট্রো) | K-256, কারমাইকেল রোড, গাবতলী, মিরপুর, ঢাকা। | 01922371490 |
রাজাবাজার শাখা (ঢাকা মেট্রো) | 15-রশিদ বিজ্ঞাপন, 104-ক্যাপিটাল সুপার মার্কেট, গ্রিন রোড, ঢাকা | 9115601,01711227734,01190782221 |
গ্রিন রোড শাখা (ঢাকা মেট্রো) | 61, গ্রীন রোড, কলা বাগান, ঢাকা। | 01675262602 |
বঙ্গবাজার শাখা (ঢাকা মেট্রো) | 94, নীলতলী, গুলিস্তান, ঢাকা-1000 | 01726049721 |
গুলশান-১ (ঢাকা মেট্রো) | বাড়ি নং-১১, রোড নং-১৮, (নিচতলা), গুলশান-১, ঢাকা-১২১২। | 8824773,01711540401,01713195570 |
নিকেতন শাখা (ঢাকা মেট্রো) | হাউস-৪১এ, রোড নং-০১, নিকেতন গেট, শুটিং ক্লাবের পাশে, গুলশান-১, ঢাকা-১২১২। | 01937171515, 01818310456 |
21. গুলশান-২ শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: নাবিলা এন্টারপ্রাইজ, 74 ডিসিসি মার্কেট (1ম তলা)। গুলশান-২, ঢাকা।
মোবাইল নম্বর: 9885472,01819221567,01711849533,01715130008
22. আরকে মিশন রোড শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: পাটোয়ারী এন্টারপ্রাইজ, 22 আরকে মিশন রোড, ঢাকা।
মোবাইল নম্বর: 01819007361
23. হাটখোলা শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: এমএস বিসমিল্লাহ ট্রেডার্স, হাটখোলা, ঢাকা-১২০৩।
মোবাইল নম্বর: 01675072031
24. হাতিরপুল শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: রুবেল মিডিয়া, 158 এলিফ্যান্ট রোড, হাতিরপুল, ঢাকা-1205।
মোবাইল নম্বর: 01728007533,01819279070
25. ইন্দিরা রোড শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: রহমানিয়া প্লাজা (২য় তলা), ২১ ইন্দ্রা রোড, ঢাকা।
মোবাইল নম্বর: 8143755,01721870650
26. যাত্রাবাড়ী শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: ফাহিম টেলিকম, 69 দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা।
মোবাইল নম্বর: 01819033323, 01198177373
27. জিগাতলা শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: এমএস টিটাস, 211 জিগাতলা, ঢাকা-1209।
মোবাইল নম্বর: 01711612253,01711249287
28. পোস্তগোলা শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: 14 নিউ জুরাইন আলম মার্কেট, ফকিরাবাদ, কদমতলী, ঢাকা।
মোবাইল নম্বর: 01714556046,01673428950
29. কাকলী শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: MSRA এন্টারপ্রাইজ, 643A নিউ এয়ারপোর্ট রোড, কাকলী, ঢাকা।
মোবাইল নম্বর : 9861451,01711540243,01197256779
30. কাকরাইল শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: বাংলাদেশ ন্যাশনাল কুরিয়ার সার্ভিস, 14 কাকরাইল, ঢাকা।
মোবাইল নম্বর: 01934836025
31. কলাবাগান শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা : এমএস মান্নান এন্টারপ্রাইজ, ৪ নং গ্রিন রোড স্টাফ কলোনি, কলা বাগান (১ম লেন), ঢাকা।
মোবাইল নম্বর: 01711737853,01716635221,01196245256
32. কল্যাণপুর শাখা (বুকিং বুথ-1) (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: 80 খানজা সুপার মার্কেট, কল্যাণপুর, ঢাকা-1207।
মোবাইল নম্বর: 01713027413, 01817533800
33. কল্যাণপুর শাখা (বুকিং বুথ-২) (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: আরবি টেলিকম, ৩২ বিআরটিসি মার্কেট, কল্যাণপুর, ঢাকা।
মোবাইল নম্বর: 01711787387,01755650580
34. কাওরান বাজার (বুকিং বুথ) (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: সাকসেস ট্রেড লিংক, কাব্যকোষ সুপার মার্কেট, কাওরান মার্কেট, ঢাকা-১২১৫।
মোবাইল নম্বর: 9135095,01937676524
35. মহাখালী শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: বাংলা কেট ভবন (প্রথম তলা), ০৪ মহাখালী, ঢাকা।
মোবাইল নম্বর: 9897383,9860783,9861451,017111540243,01197256779
36. মহাখালী বুকিং বুথ শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: নিপুন স্টেশনারি, TA-55, মহাখালী বাজার, ঢাকা।
মোবাইল নম্বর: 8817429,9899461,01711601501
37. নিউ দাস মহাখালী শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: রোড নং-২৮, বাড়ি নং-৩৭১, নিউ দাস মহাখালী, ঢাকা।
মোবাইল নম্বর: 9883819,01552367492,01842104124
38. মগবাজার শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা : ৭৮ আউটার সার্কেল রোড, মগবাজার প্লাজা, মগবাজার, ঢাকা
মোবাইল নম্বর: 01811374305, 01827533575
39. মিরপুর-২ শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: এমএস হক মিডিয়া সেন্টার, ব্লক-ডি, রোডনং-০৫, হোল্ডিং-২০, মিরপুর-২, ঢাকা-১২১৬।
মোবাইল নম্বর: 01711430948, 01914219796
40. মিরপুর-10 শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: ৩৮বি, রোড নং-২, মিরপুর ফলপোট্রি, মিরপুর-১০, ঢাকা।
মোবাইল নম্বর: 01711057341,01714664047,01760506090
41. মিরপুর-১ শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: আনন্দ এন্টারপ্রাইজ, 11 নং সৌমিত ভবন, নং 1 সুপার মার্কেট (বাস স্ট্যান্ড), নং 5 কালওয়ালাপাড়া, মিরপুর, ঢাকা।
মোবাইল নম্বর: 9010791,01746253532
42. লালমাটিয়া-২ শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: আলিফ বিজনেস সেন্টার, 75 ব্লক-ডি, লালমাটিয়া, ঢাকা।
মোবাইল নম্বর: 9124085,01839594751
43. মৌচাক শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: 240, আউটার স্টেডিয়াম রোড, মালিবাগ, ঢাকা।
মোবাইল নম্বর: 9347200,01916038761
44. লালমাটিয়া-১ শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: এমএস ফোন সেন্টার, বাড়ি নং-২, রোড নং-১৬ (পুরাতন ২৭) ধানমন্ডি, ঢাকা-১২০৯।
মোবাইল নম্বর: 01827162776, 01828101927
45. ইমামগঞ্জ শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: আজম অ্যান্ড ব্রাদার্স, ৭৯ মৌলভীবাজার, লালবাগ, ঢাকা।
মোবাইল নম্বর: 01921687208, 016848277724
46. কমলাপুর স্টেডিয়াম শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম (২য় তলা), ঢাকা।
মোবাইল নম্বর: 01711896741
47. কাপুক্ষেত শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: মাসুদ্রা ট্রেড ইন্টারন্যাশনাল, 241 উত্তর কাফরুল, মমতা কমপ্লেক্স, ঢাকা-1206।
মোবাইল নম্বর: 9857568,8713168,01712531529,01710249561
48. খিলক্ষেত শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: আলী মেম্বার মার্কেট মাদ্রাসার পাশে (টাঙ্গাইল মিষ্টিঘরের উপরের তলা), খিলক্ষেত বাজার, ঢাকা।
মোবাইল নম্বর: 01819961600,01925769295
49. খিলগাঁও শাখা (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: 124, খিলগাঁও, তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেট, ঢাকা।মোবাইল নম্বর: 7214831,01190717053
50. কথন বাগান (বুকিং বুথ) (ঢাকা মেট্রো)
অফিসের ঠিকানা: ফেম অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল, 107 বীর উত্তম সিআর দত্ত রোড (নিচতলা), ধানমন্ডি, কাঁঠালবাগান, ঢাকা।
মোবাইল নম্বর: 01915636778, 01913760122
সুন্দরবন কুরিয়ার সার্ভিস শাখা সমূহের তালিকা Sundarban courier service branch list
সুন্দরবন কুরিয়ার সার্ভিস সকল বিভাগীয় অফিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিস সকল জেলা অফিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিস সকল শাখার ঠিকানা ফোন নাম্বার নিচে পিডিএফ ফাইলে দেওয়া হল। এখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস রাজশাহী বিভাগের ঠিকানা ফোন নাম্বার। সুন্দরবন কুরিয়ার সার্ভিস বরিশাল বিভাগ ঠিকানা ফোন নাম্বার। সুন্দরবন কুরিয়ার সার্ভিস রংপুর বিভাগ ঠিকানা ফোন নাম্বার। সুন্দরবন কুরিয়ার সার্ভিস সিলেট বিভাগ ঠিকানা ফোন নাম্বার। সুন্দরবন কুরিয়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগ ঠিকানা ফোন নাম্বার। সুন্দরবন কুরিয়ার সার্ভিস খুলনা বিভাগ ঠিকানা ফোন নাম্বার। Sundarban Courier Service All Divisional Offices, Sundarban Courier Service All District Offices, Sundarban Courier Service All Branch Address, Phone Numbers. Sundarban Courier Service Rajshahi Division Address Phone Number. Sundarban Courier Service Barisal Division Address Phone Number. Sundarban Courier Service Rangpur Division Address Phone Number. Sundarban Courier Service Sylhet Division Address Phone Numbe.r Sundarban Courier Service Chittagong Division Address Phone Number. Sundarban Courier Service Khulna Division Address Phone Number.
পিডিএফ ফাইলে আপনার নির্দিষ্ট এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস শাখার ঠিকানা এবং ফোন নাম্বার খুঁজতে। নিচের ছবিতে দেখানো পিডিএফ ফাইল এর নিচে অ্যারো বাটন এ ক্লিক করলে উপরে নিচে নিচে ওঠানামা করে আপনার কাঙ্খিত ঠিকানা খুঁজে পাবেন।
সুন্দরবন-কুরিয়ার-সার্ভিস-শাখা-সমূহের-তালিকাসুন্দরবন কুরিয়ার সার্ভিস হেল্পলাইন নাম্বার Sundarban Courier Service Helpline Number
সুন্দরবন কুরিয়ার সার্ভিস সম্পর্কে যেকোন তথ্যের জন্য বা সুন্দরবন কুরিয়ার সম্পর্কে আপনার কোন অভিযোগ থাকলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সদর দপ্তরের যোগাযোগ নম্বরে যোগাযোগ করে আপনার পরামর্শ পেতে পারেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের হেল্পলাইন নম্বরটি এই নিবন্ধের সাথে সংযুক্ত। ৯৫৬৪২১৮, ৯৫৫১৯৮৪, ৯৫৫৬৯৫২, ৯৫৫৯৬৩৫ সুন্দরবন কুরিয়ার সার্ভিস হেল্পলাইন নাম্বার।
সর্বশেষ
সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর কিছু সেবা সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করেছি। এখানে সুন্দরবন-কুরিয়ার-সার্ভিস সারাদেশে পার্সেল পাঠাতে খরচ কত? সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বাহিরে পার্সেল পাঠাতে খরচ কত? সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঢাকা বিভাগের সকল শাখা অফিসের ঠিকানা ও ফোন নাম্বার। সুন্দরবন কুরিয়ার সার্ভিস সারা বাংলাদেশে সকল অফিসের ঠিকানা এবং ফোন নাম্বার। সুন্দরবন কুরিয়ার সার্ভিস পার্সেল কিভাবে ট্রেকিং করতে হয় সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনার প্রয়োজনীয় তথ্য-উপাত্ত লেখা থেকে আপনি পেয়েছেন।
তথ্যসূত্র
সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর নিজস্ব ওয়েবসাইট
সুন্দরবন কুরিয়ার সার্ভিস কি বারে বন্ধ থাকে?
সুন্দরবন কুরিয়ার সার্ভিস সপ্তাহের সাতদিনই খোলা। তবে শুক্রবারে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বুকিং গ্রহণ করা হয় না। শুধুমাত্র শুক্রবারে ডেলিভারির জন্য সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে।
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কি কি পণ্য পাঠানো যায়?
অবৈধ পণ্য ব্যতীত সকল ধরনের পণ্য, পার্সেল, ডকুমেন্ট, ইলেকট্রনিক্স সামগ্রী ইত্যাদি সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পাঠানো যায়। তবে ডকুমেন্ট ও পণ্যের ধরন অনুযায়ী এর চার্জ ভিন্ন ভিন্ন হয়।
কন্ডিশনে পণ্য পাঠালে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর ডেলিভারি চার্জ কত?
সুন্দরবন কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারি চার্জ/সুন্দরবন কুরিয়ার সার্ভিস কন্ডিশনে পণ্য পাঠানোর খরচ। জেলা পর্যায়ে ১১০ টাকা, উপজেলা থানা পর্যায়ে ১৪০ টাকা ও ঢাকার মধ্যে ৭০ টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিস ই-কমার্স ডেলিভারি চার্জ এর তালিকা নিচে দেওয়া হল।