ইন্ডিয়ান ভিসা বা ভারতীয় ভিসা- মানুষ চিকিৎসা, পড়াশোনা এবং বিশ্বের বিভিন্ন নান্দনিক সৌন্দর্য উপভোগ করার জন্য বিদেশ ভ্রমণ করে থাকেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ চিকিৎসা এবং ভ্রমণের জন্য ভারতে প্রবেশ করেন। আরে এই প্রবেশ অধিকারের জন্য তাদের প্রয়োজন ইন্ডিয়ান ভিসা বা ভারতীয় ভিসা। ভারতীয় ভিসার আবেদনের মাধ্যমে ভিসা প্রাপ্তির পর ভারতে প্রবেশের অনুমোদন পেয়ে থাকে। কিভাবে ভারতীয় ভিসার আবেদন করতে হবে সে বিষয়ে আমরা কিছু সহজ পদ্ধতি নিচে আলোচনা করব।
কিভাবে ইন্ডিয়ান – ভারতের ভিসার আবেদন করব?
ইন্ডিয়ান ভিসার আবেদন করার জন্য প্রথমে তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের নির্ধারিত ফরমে যাবতীয় তথ্য পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে ইন্ডিয়ান ভিসা আবেদনের https://indianvisa-bangladesh.nic.in/visa ওয়েবসাইটের লিংক দেওয়া হল। ওয়েবসাইটে প্রবেশের পর নিচের ছবির মত এরকম একটি ইন্টারফেস আপনার সামনে দেখতে পাবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করে “অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন” online visa application অপশনে ক্লিক করলে শুরু হয়ে যাবে ভিসা আবেদনের যাবতীয় প্রক্রিয়া।
ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভেক)
একটি ফর্ম আসবে এই ফর্মে এ কি কি তথ্য পূরণ করতে হবে, ফর্মটি দেখতে কেমন হবে সে ছবিটি নিচে দেওয়া হল। এ বিষয়ে বিস্তারিত ধাপে ধাপে নিচে তুলে ধরা হল।
ধাপ ১: সাধারণ কিছু তথ্য
ফর্মের শুরুতেই বেশ কিছু গতানুগতিক সাধারণ প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন ইন্ডিয়ার কোন মিশন থেকে আবেদন করা হবে সেটা উল্লেখ করতে হবে, এখানে প্রতিটা প্রশ্নেরই কমবেশি ড্রপডাউন বক্সের মধ্য থেকে উত্তর সিলেক্ট করতে হবে। ইমেইল এড্রেস, আবেদনকারীর জন্মতারিখ, ধর্ম ও জাতীয়তা, ভিসার ধরণ, ভ্রমনের সম্ভাব্য তারিখ উল্লেখ করতে হবে। এছাড়াও একটা প্রশ্নে উত্তর দিতে হবে, কি উদ্দেশ্যে ভারতে ভ্রমনের জন্য ভিসার আবেদন করা হচ্ছে। সবশেষে ক্যাপচা কোড সঠিকভাবে প্রদানের পর কন্টিনিউ বাটনে ক্লিক করলে প্রথম ধাপের কাজ শেষ হবে।
এক এলাকা থেকে অন্য এলাকায় ভোটার স্থানান্তরের সহজ প্রক্রিয়া।
ধাপ ২ঃ আবেদনকারীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্যএই ধাপ মূলত দুই ভাগে বিভক্ত, এক আবেদনকারীর নিজস্ব ব্যক্তিগত তথ্য, ও দুই, আবেদনকারীর পাসপোর্ট সংক্রান্ত তথ্য। প্রথম অংশে আবেদনকারীকে নিজের সকল তথ্য ভালোভাবে সাবধানতার সাথে পূরণ করতে হবে। তার জন্য নিজের জাতীয় পরিচয় পত্র যদি প্রয়োজন হয়, তা দিয়ে সব তথ্য নির্ভুলভাবে চেক করে পূরণ করে ফেলতে হবে।
অনলাইন ভারতীয় ভিসা আবেদন, ইভিসা ইন্ডিয়া
তারপর আবেদনকারীকে নিজের পাসপোর্ট সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে। এখানে তার পাসপোর্ট এর ইস্যু তারিখ, মেয়াদ শেষ কবে সেই তারিখও উল্লেখ করতে হবে। পাসপোর্টের নাম্বার সঠিকভাবে ফর্মে দিতে হবে। এই অংশ সঠিকভাবে পূরণের পর, পরবর্তী অংশে যেতে হবে।
ধাপ ৩ঃ আবেদনকারীর বর্তমান ও স্থায়ী ঠিকানা সংক্রান্ত তথ্য।
এইটাতে আবেদনকারীকে নিজের বর্তমান ও স্থায়ী ঠিকানা সঠিক ভাবে উল্লেখ করতে হব। পাসপোর্ট ও জাতীয় পরিচয় পত্রে উল্লেখ থাকা তথ্য মিলিয়ে নিয়ে সঠিকভাবে পূরণ করতে হব। যদি বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে ওই অপশনে ক্লিক করতে হবে।
ধাপ ৪ঃ পরিবারের সদস্যদের যাবতীয় তথ্য
আবেদনকারীর নিজের পরিবারের সদস্যদের সকল তথ্য পূরণ করতে হবে। আবেদনকারীর বাবা ও মায়ের নাম, জাতীয়তা, জন্মতারিখ ইত্যাদি উল্লেখ করতে হবে। আবেদনকারী যদি বিবাহিত হয়, পুরুষ হলে তার স্ত্রীর নাম এবং মহিলা হলে তার স্বামীর নাম উল্লেখ করতে হবে। যদি তিনি বিবাহিত না হয়ে থাকেন, তাহলে অবিবাহিত অংশে ক্লিক করলেই এই ধাপের কাজ শেষ হয়ে যাবে।
ধাপ ৫ঃ আবেদনকারীর পেশা সংক্রান্ত তথ্য
আবেদনকারীর নিজের পেশা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে হবে। তিনি কি পেশায় নিয়োজিত আছেন, কোন সেক্টরে নিয়োজিত আছেন, তার পদবী কি এবং অফিসের ঠিকানা, যোগাযোগ নম্বর উল্লেখ করতে হবে।
ধাপ ৬ঃ আবেদনকারীর ভিসা সংক্রান্ত কিছু তথ্য
আবেদনকারীকে তার নিজের ভিসা সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তার ভিসার ধরন কি, যেমন হলিডে ভিসা, ভ্রমণের স্থান উল্লেখ করতে হবে। কতবার এন্টি করবেন তা উল্লেখ করতে হবে। এখানে একাধিক উল্লেখ করাই ভাল। আবেদনকারী ভারতে কোন পথে প্রবেশ করবেন, বিমান, নৌপথ, সড়ক পথ, যে পথে ভারতে প্রবেশ করবেন তা উল্লেখ করতে হবে।
ধাপ ৭ঃ আবেদনকারীর পূর্ববর্তী ভিসা সংক্রান্ত তথ্য
এই ধাপে আবেদনকারী পূর্বে কোন ভিসার আবেদন করেছিলেন কিনা, করে থাকলে তার তথ্য দিতে হবে। আবেদনকারী গত ১০ বছরে কোন কোন দেশ ভ্রমণ করেছেন, পাশাপাশি সার্কভুক্ত কোন দেশ ভ্রমণ করে থাকলে তা উল্লেখ করতে হবে।
ধাপ ৮ঃ আবেদনকারীর পক্ষে সুপারিশ
এই ধাপে আবেদনকারীর পক্ষে দু’জন ব্যক্তির সুপারিশের কথা উল্লেখ করতে হবে।যেহেতু এই ধাপটি পূরণ করা বাধ্যতামূলক তাই এখানে ভারতে অবস্থানকারী একজন ও বাংলাদেশে অবস্থানকারী একজন, এমন দু’জনের নাম-ঠিকানা, জেলা, মোবাইল নাম্বার, যথাযথভাবে তুলে ধরতে হবে।
ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম
ধাপ ৯ঃ বিবিধ
এই ধাপে আবেদনকারীকে তার ব্যক্তি জীবনে কোন ধরনের সহিংসতার সাথে জড়িত ছিল কিনা, যদি থেকে থাকে তার বিস্তারিত উল্লেখ করতে হবে। না হলে পরের ধাপে চলে যাবে।
ধাপ ১০: ছবি প্রদান
ছবি প্রদানের অংশে ছবি প্রদানের আগে কিছু বিষয় নিয়ে অবগত থাকতে হবে। ছবির জন্য কিছু নির্দেশনা দেয়া আছে।
◾ছবির ফরম্যাট হলো JPEG
◾সাইজ হতে হবে ১০কেবি থেকে ১ এমবি এর মধ্যে।
◾ডিমেনশান ৩৫০×৩০০ পিক্সেল।
◾ছবি উজ্জ্বল হতে হবে।
◾ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে।
এসব নির্দেশনা পালিত না হলে, আবেদন বাতিল হয়ে যেতে পারে।
ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম
ধাপ ১১: যাচাই ও নিশ্চিতকরণ
এখানে আমরা এতক্ষন পূরণ করা পুরো ফর্মের একটা সারসংক্ষেপ দেখবো। যদি কোনো অংশ ভুল হয়ে থাকে তা সংশোধন করে পরের অংশ গুলো ভালোমতো খেয়াল করতে হবে। নির্ভুলভাবে একাধিক বার পুরো ফর্ম চেক করে দেখতে হবে। কোনো ভুল না পাওয়া গেলে যাচাই করা শেষ এবং পরের ধাপে যাবার জন্য নেক্সট এ ক্লিক করুন।
নেক্সট বাটনে ক্লিক করার পর একটি অ্যাপ্লিকেশন আইডি সামনে আসবে। এই অ্যাপ্লিকেশনে আইডিটি ভালোভাবে সংরক্ষণ করে রাখতে। ভবিষ্যতে কোন কাজের প্রয়োজনীয়তার জন্য। প্রিন্ট ফর্ম এ ক্লিক করে অ্যাপ্লিকেশন আইডি ফর্মটি প্রিন্ট করা যাবে। অথবা পিডিএফ আকারে ডিভাইসে সেভ করে রেখে পরবর্তীতে ও প্রিন্ট করা যাবে। আইডি ফর্মটি প্রিন্ট করার সময় সাদা কালো প্রিন্ট না করে কালার প্রিন্ট করবেন। যাতে সবকিছু পরিষ্কারভাবে বুঝা যায়।
ফর্মের মধ্যে নিজের পাসপোর্ট সাইজের ল্যাবপ্রিন্ট ছবি যুক্ত করে নিচে একাধিক জায়গাশ নিজের স্বাক্ষর করতে হবে। তাহলেই ফর্মের সব কাজ শেষ হয়ে যাবে।
ইন্ডিয়ান ভিসা চেক অনলাইন বাংলাদেশ
যখন ফর্ম ফিলাপ হয়ে যাবে তখন আবেদনকারীকে তার ভিসার জন্য ফি প্রদান করতে হবে। ফি প্রদান অনলাইনেই করা সম্ভব। মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে টাইপ করুন www.ivacbd.com এরপর ওয়েবসাইট প্রবেশ করুন।
দেখতে পাবেন, ভিসা প্রসেসিং ফি পেমেন্ট অপশন, ওখানে ক্লিক করুন। এরপর ৪টি ধাপের মধ্যেই ফি পেমেন্ট করা হয়ে যাবে। আমরা বিস্তারিত আলোচনা করি।
ইন্ডিয়ান ভিসা ফি কিভাবে প্রদান করব? ইন্ডিয়ান ভিসা ফি প্রদান করার সহজ নিয়ম।
ভিসার আবেদন সম্পূর্ণ হয়ে গেলে, আপনাকে ভিসা আবেদনের যে আইডি নাম্বারটা দেওয়া হয়েছে সে আইডি নাম্বার দিয়ে আপনি ভিসা ফি প্রদান করতে পারবেন। এটি অনলাইনে প্রদান করা সম্ভব। আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে এই https://www.ivacbd.com ওয়েবসাইটে প্রবেশ করে ভিসা ফি প্রদান করুন। ওয়েবসাইটে প্রবেশ করার পর নিচের ছবির মত এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। ওয়েবসাইটের বামপাশে নিচে visa processing fee payment ভিসা প্রসেসিং ফি পেমেন্ট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করুন
।
এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে চারটি ধাপে আপনি ভিসা ফি প্রদান করতে পারবেন।
ধাপ ১: আবেদন সংক্রান্ত তথ্য
এখানে ভারতীয় হাইকমিশন এর নাম উল্লেখ করতে হবে, এপ্লিকেশন আইডি দুইবার দিতে হবে। আর উল্লেখ করতে হবে IVAC সেন্টার এর নাম। পাশা পাশি উল্লেখ করতে হবে ভিসার ধরণ। এরপর ফি কত তা জানিয়ে দিবে।
ধাপ ২: ব্যক্তিগত তথ্য
আবেদনকারীর নাম, ইমেইল এড্রেস, মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। আর সম্ভাব্য ভ্রমণ এর তারিখ উল্লেখ করতে হবে।
ধাপ ৩: ওভারভিউ
আগের দুই ধাপে পুরণ করা তথ্য এই অংশে আরেকবার দেখাবে, যাচাই করে নিতে হবে যে কোনো ভুল হয়েছে কি না। সব ঠিক থাকলে পেমেন্ট মেথডে চলে যান।
ইন্ডিয়ান ভিসা করতে কত টাকা লাগে
ধাপ ৪: পেমেন্ট
এখন ফি পেমেন্ট এর সময় এখানে কয়েকটা পদ্ধতি দেখাবে। কার্ডে ফি প্রদান কিংবা ইন্টারনেট এর মাধ্যমে টাকা প্রদান করা যাবে। এছাড়াও মোবাইল এর মাধ্যমেও টাকা প্রদান সম্ভব। যেকোনো একটি সিলেক্ট করে পেমেন্ট করে ফেললেই কাজ শেষ।
পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে একটি রশিদ দেখাবে, যা আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে। আপনি এই রশিদটি প্রিন্ট করে নিতে পারেন। অথবা পিডিএফ ফাইল আকারে ডিভাইসের ডাউনলোড করে পরে ও প্রিন্ট করতে পারবেন। এটি আপনি যে ফি প্রদান করেছেন তা প্রমাণের দলিল হিসেবে ব্যবহার করতে হবে।
ভিসার আবেদন সম্পন্ন হওয়ার পর ভারতীয় হাইকমিশনে ভিসার আবেদনের সাথে কি কি গুরুত্বপূর্ণ কাগজপত্র নিতে হবে নিচে এসবের একটি তালিকা তুলে ধরা হলো।
ইন্ডিয়ান ভিসার আবেদনের সাথে কি কি কাগজপত্র নিতে হবে? ইন্ডিয়ান ভিসার আবেদনের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন?
ভারতীয় হাইকমিশনে ভিসার আবেদন ফর্ম ও পেমেন্ট স্লিপ এর পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিতে হবে। এসব কাগজপত্র সংযুক্ত না থাকলে ভিসা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
১। পাসপোর্টের আসল কপি ও ফটোকপি
২। যেকোনো ইউটিলিটি বিলের কাগজ, ফটোকপি
৩। ব্যাংক বিবরণী (বিগত ৩ মাসের)
৪। চাকুরিজীবী বা স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি
৫। NOC (নো আপত্তি সার্টিফিকেট)
৬। জাতীয় পরিচয়পত্রের আসল কপি ও ফটোকপি
৭। ভ্যাকসিন সার্টিফিকেট
ইন্ডিয়ান ভিসা পেতে কতদিন লাগে
এছাড়াও নির্দিষ্ট ভিসার জন্য আলাদা কিছু নথি প্রয়োজন হয়। সেগুলোর ব্যাপারে আগে থেকে খোঁজখবর নিয়ে প্রস্তুত করে নিতে হবে। সব কাগজ একসাথে করা হয়ে গেলে ভারতীয় হাইকমিশন এ যেতে হবে। সেখানে তারা সব কাগজ বা নথি যাচাই করে পরবর্তীতে আবেদনকারীকে জানিয়ে দিবে ভিসার সম্পর্কে সর্বশেষ তথ্য। আবেদনকারীর সাথে ইমেইল বা মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করে সব জানিয়ে দিবে ভারতীয় হাইকমিশন অফিস। এভাবেই শেষ হয়ে যায়, ইন্ডিয়ান/ভারতীয় ভিসা আবেদনের প্রক্রিয়া।
ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম, আশা করি পরবর্তীতে আরও নতুন তথ্য দিয়ে সহযোগিতা করবেন।